মনে রেখ দাম নিচ্ছে মনের মতো

নগরের টেরিবাজারে অভিজাত বস্ত্র বিপণী মনে রেখ ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম নিচ্ছে। অভিযোগ আছে, এক দামে পণ্য বিক্রির নামে নির্ধারিত দামের চেয়ে তিন থেকে চারগুণ বেশি নিচ্ছে তারা। এতে ঠকছে ক্রেতারা।

- Advertisement -

ক্রেতাদের অভিযোগের ভিত্তেতে টেরিবাজারে মনে রেখ’র শোরুমে গিয়ে দেখা যায়, ১ হাজার ৮০০ টাকায় কেনা একটি জামা বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকায়। ৬ হাজার টাকার কাপড়গুলো বিক্রি করা হচ্ছে সর্বনিম্ন ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। বিদেশি শাড়ি বা জামার দামতো নাগালের বাইরে। এভাবে ক্রেতাদের গলা কাটা হচ্ছে।

- Advertisement -google news follower

মনে রেখ দাম নিচ্ছে মনের মতো | IMG 20190526 WA0002 2

মনে রেখ’র শোরুমে শপিংয়ে আসা পারভীন সুলতানা জানালেন, এরা ইচ্ছেমতো দাম নিচ্ছে। গতবছর যে জামা কিনেছি ১ হাজার ৩০০ টাকা দিয়ে, তা এখন ৩ হাজার ৫০০ টাকারও বেশি দাম নিচ্ছে।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, মূল্যতালিকা প্রদর্শন ছাড়া নিজেদের ইচ্ছেমত দাম বসিয়ে দেশি-বিদেশি কাপড় বিক্রি করে এখানে কৌশলে গ্রাহকদের ঠকানো হচ্ছে।

আরো কয়েকজন ক্রেতাও বললেন একই কথা। জানালেন, প্রশাসন কঠোর হলে অতিরিক্ত মূল্য আদায় ঠেকানো সম্ভব হবে।

তবে মনে রেখ’র পরিচালক মো. ওসমান জয়নিউজকে বলেন, টেরিবাজারে অনেকদিন ধরে ব্যবসা করছি। এরকম অভিযোগের কোনো ভিত্তি নেই।

জয়নিউজ/পলাশ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM