নাসউবি এক্স স্টুডেন্টস ফোরামের ইফতার ও আলোচনা সভা

0

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস ফোরামের  উদ্যোগে স্কুল অডিটোরিয়ামে  শুক্রবার (২৪ মে) ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুর সাফা রিমন সঞ্চালনায় এবং বিদ্যালয়ৈর সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ১৯৭২ ব্যাচের জনাব হুমায়ন কবির, ১৯৯৪ ব্যাচের মো, শহীদুল্লাহ প্রিন্স, মো. নোমান, জিয়াউল হক, ১৯৯৪ ব্যাচের মো. সানোয়ার হোসেন নয়ন, ২০০১ ব্যাচের মুজিবুর রহমান মনি ও রিফাতুল হক, ২০০২ ব্যাচের শহীদুল্লাহ্ মিঠু, ২০০৬ ব্যাচের নাজমুস সাফা রিমন, ২০০৭ ব্যাচের রায়হান মাহমুদ শুভ, জিয়াউল আলম, রাফি, অভি, ২০০৮ ব্যাচের মো. সায়েম নকিব, ২০০৯ ব্যাচের খন্দকার হানিফ,জাহেদ হাসান, সায়েদ বিন জাকের প্রমুখ

পরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র, শিক্ষক-শিক্ষিকাসহ দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

জয়নিউজ/পলাশ

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM