ফ্রান্সে বোমা হামলায় আহত ১৩

0

ফ্রান্সের লিয়নের একটি ব্যস্ততম সড়কে বোমা হামলায় অন্তত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ভিক্টর হুগো ও সালা সড়কে এ পার্সেল বোমার বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে একজন ৮ বছরের শিশুও রয়েছে বলে জানা গেছে।

এ হামলার পর সারা দেশের জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে এক সন্দেহভাজনের ছবিও প্রকাশ করেছে।

ফুটেজে কালো পোশাক করা আনুমানিক ৩০ বছর বয়সী ওই হামলাকারীর কাছে একটি কালো মাউন্টেন বাইসাইকেল ছিল।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক টুইট বার্তায় হামলার ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।

জয়নিউজ/পলাশ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM