ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৯

0

ভারতের গুজরাটে একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) বিকেলে রাজ্যের সুরাটে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে তক্ষশিলা কমপ্লেক্স নামের বহুতল ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর অনেক শিক্ষার্থী প্রাণ বাঁচাতে ভবনের জানালা দিয়ে ঝাঁপ দেয়।

স্থানীয় এক দমকল কর্মকর্তা বলেন, ‘ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় থাকা শিক্ষার্থীদের অনেকে আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেয়। আহত শিক্ষার্থীদের অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM