মাদকের রাজ্যে ‘ড্যান্ডি’ এসেছে বেশিদিন হয়নি। প্রচলিত নাম গাম নেশা। জুতার গামকে বাষ্পীভূত করে এই নেশার উপকরণ তৈরি করা হয়। খুব কম খরচেই এই নেশা করা যায়। তাই পথশিশু ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের মধ্যে এই নেশার প্রতি ঝোঁক বেশি। নগরের নিউমার্কেট এলাকা থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া