চট্টগ্রাম কলেজে শেখ হাসিনা ছাত্রীনিবাসের উদ্বোধন

0

চট্টগ্রাম কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নির্মিত ছাত্রীনিবাসের উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (২৪ মে) বিকাল সাড়ে চারটায় একশ আসনের ‘জননেত্রী শেখ হাসিনা ছাত্রীনিবাস’র উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর শিক্ষা উপমন্ত্রী নওফেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ, প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ২০১৫ সালে এ ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়। পাঁচতলা হলটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৮ সালের শুরুর দিকে।

জয়নিউজ/পার্থ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM