শীঘ্রই শুরু হচ্ছে রাউজান হাইওয়ে থানা ভবনের নির্মাণকাজ

রাউজান হাইওয়ে থানা ভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। এর ফলে লাঘব হবে পুলিশের আবাসন সমস্যা।

- Advertisement -

রাউজান হাইওয়ে থানা পুলিশ পৌরসভার গহিরা বড়পোল এলাকায় ১৯ হাজার টাকা ভাড়ায় ঘর নিয়ে ১৭ বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছে । থানার ওসিসহ পুলিশের ২৪ সদস্য এ ভবনে বসবাস ও তাদের কার্যক্রম চালিয়ে আসছে।

- Advertisement -google news follower
শীঘ্রই শুরু হচ্ছে রাউজান হাইওয়ে থানা ভবনের নির্মাণকাজ
রাউজান হাইওয়ে পুলিশ ভবনের জন্য অধিগ্রহণকৃত জমি

হাইওয়ে থানা পুলিশের দুর্ভোগ লাঘবে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর থানা ভবন নির্মাণের জন্য চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে এক একর জমি অধিগ্রহণ করে। জমি অধিগ্রহণের পর জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর খানা ভবন নির্মাণে টেন্ডার আহবান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাসেম কনস্ট্রাকশন এ কাজের দায়িত্ব পায়। ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে দুইতলা থানা ভবন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানটি পাইলিংয়ের কাজ শুরু করেছে। এ কাজ শেষ হলে ভবন নির্মাণের কাজ শুরু হবে।

ভবনের নির্মাণকাজ শেষ হলে পুলিশের আবাসন সংকট, পয়ঃনিষ্কাশন ও বিশুদ্ধ পানির সংকট লাঘব হবে বলে আশা করছেন থানার ওসি মো. জহিরুল হক ।

- Advertisement -islamibank

জয়নিউজ/শফি/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM