হাটহাজারীতে সরকারি জায়গা দখলমুক্ত

হাটহাজারীতে অবৈধভাবে টিনের বেড়া দিয়ে দখলকৃত প্রায় ১০ শতক জায়গা দখলমুক্ত করে উদ্ধার করলেন উপজেলা প্রশাসন। উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানা যায়।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমীন। এসময় উচ্ছেদ কাজে সহায়তা করেন সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আক্তার কামাল ও সার্ভেয়ারসহ অন্যান্য কর্মকর্তারা।

- Advertisement -google news follower

এ ব্যাপারে ইউএনও রুহুল আমীন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর এলাকায় অবৈধভাবে টিনের বেড়া দিয়ে স্থানীয় একটি সিন্ডিকেট অর্ধকোটি টাকা মূল্যের ১০ শতক অবৈধভাবে জায়গা দখল করে রেখেছিল।

তিনি আরও জানান, কিছুদিন পূর্বে বিষয়টি স্থানীয় জনতা আমাকে অবহিত করে। তাদের অভিযোগের ভিক্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করে উদ্ধার করি।

জয়নিউজ/আবু তালেব/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM