প্রাথমিক ফলাফল: বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করছে দেশটির নির্বাচন কমিশন। এর মাধ্যমে আগামী পাঁচ বছর কারা ভারতের ক্ষমতায় থাকবে তা নির্ধারিত হবে। ৫৪২ আসনের মধ্যে প্রাথমিক ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি।

- Advertisement -

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে নির্বাচন হয়েছে এবার। সরকার গঠন করার জন্য কোনো দল বা জোটকে ২৭২টি আসন পেতে হবে। প্রাথমিক ফলাফল অনুসারে এনডিটিভি জানিয়েছে, ক্ষমতাসীন বিজেপি জোট এনডিএ পেয়েছে ৩২৪টি আসন, কংগ্রেস জোট ইউপিএ পেয়েছে ১০৫টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ১১৩টি আসন। তবে এটি প্রাথমিক ফলাফল। চূড়ান্ত ফলাফলে এর সামান্য কমবেশি হতে পারে।

- Advertisement -google news follower

পশ্চিমবঙ্গে এগিয়ে আছে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস (২২টি)। এরপর বিজেপি ১৬টি এবং রাহুল গান্ধীর কংগ্রেস ২টি আসনে এগিয়ে আছে।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। শেষধাপের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বিভিন্ন জরিপ সংস্থার বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে মোদির জয়ের চিত্র।

- Advertisement -islamibank

গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মোট সাত ধাপে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোট দেন প্রায় ৯০ কোটি ভোটার। ১ হাজার ৮৪১টি রাজনৈতিক দলের ৮ হাজারেরও বেশি প্রার্থী নির্বাচনে অংশ নেন। তাদের মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ৪ জন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM