বিশ্বকাপে ইংল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড

0

বিশ্বকাপকে সামনে রেখে ১৭ এপ্রিল ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখান থেকে তিনটি পরিবর্তন এনে আজ মঙ্গলবার (২১ মে) চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বকাপের স্বাগতিকরা। এ দলে আছেন বারবাডোসে জন্ম নেওয়া জফরা আর্চার।

ঘোষিত স্কোয়াড থেকে বাড় পড়েছেন ডেভিড উইলি, জো ডেনলি ও অ্যালেক্স হেলস। এদের বাড় পড়াতে দলে জায়গা হয়েছে জফরা আর্চার, লিয়াম ডসন ও জেমস ভিন্সের।

চূড়ান্ত স্কোয়াডঃ জেসন রয়, জনি বেয়ারস্টো , জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মইন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, জফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, টম কারেন, লিয়াম ডসন, জেমস ভিন্স।

জয়নিউজ/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM