কোহলিকে ছাড়াই ভারতের এশিয়া কাপের দল

টানা খেলার লোড কমাতে ভিরাট কোহলিকে এশিয়া কাপে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিত শর্মাকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। 

- Advertisement -

মনীশ পান্ডে, আম্বাতি রায়ডু ও কেদার জাদব দলে জায়গা পেয়েছেন নতুন করে। ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেই দলে জায়গা করে নিয়েছেন তারা। অস্ট্রেলিয়া ‘এ’, দক্ষিণ আফ্রিকা ‘এ’, ভারত ‘এ’ ও ভারত ‘বি’ দলের সিরিজে সর্বোচ্চ রান (৩০৬) সংগ্রাহক ছিলেন মনীশ পান্ডে।

- Advertisement -google news follower

কোহলির অবর্তমানে আরেক দফা অধিনায়ক রোহিত শর্মা। ২০ বছর বয়সী বাঁহাতি পেসার খলিল আহমেদ প্রথম বারের মতো ডাক পেয়েছেন দলে। দুর্দান্ত ফর্মে থাকলেও সুযোগ মেলেনি মায়াঙ্ক আগারওয়ালের।

সুরেশ রায়না, উমেশ যাদব ও সিদ্ধার্থ কল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে থাকলেও বাদ পড়েছেন এশিয়া কাপের দল থেকে।

- Advertisement -islamibank

এশিয়া কাপের জন্য ভারতের ১৬ জনের স্কোয়াডঃ

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, আম্বাতি রায়ডু, মনীশ পান্ডে, কেদার জাদব, এম এস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর ও খলিল আহমেদ।

এক নজরে এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫সদস্যের বাংলাদেশ দলঃ  মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন।

এশিয়া কাপের ক্যাম্পের জন্য ১৮ সদস্যের পাকিস্তান দলঃ

ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলি, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, উসমান খান শিনওয়ারি, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাহেন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM