ঈদগাহে পানির জন্য হাহাকার

নগরের ঈদগাহে এলাকায় পানি নেই ৫ দিন ধরে। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার ওয়াসাকে জানানো হলেও মিলেছে শুধু প্রতিশ্রুতি।

- Advertisement -

অথচ টাকা দিলেই নাকি বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে ওয়াসার পানির গাড়ি। প্রচণ্ড গরমে পানির অভাবে যখন অসহনীয় অবস্থা, উপায়ান্তর না দেখে এলাকাবাসী নামলেন রাস্তায়। শুরু করলেন বিক্ষোভ।

- Advertisement -google news follower

সোমবার (২০ মে) দুপুরে ঈদগাহের রূপসা বেকারি মোড়ে দলে দলে সমবেত হন এলাকাবাসী। টাকা দিয়ে কেনা পানির গাড়িগুলো আটকে দেন তারা। পানির জন্য বিক্ষোভ করতে থাকেন।

এ ব্যাপারে ঈদগাঁ এলাকার মো. বেলাল জয়নিউজকে বলেন, আজকে ৫দিন ধরে পানি নেই। পুকুর, নলকূপ ও দোকান থেকে পানি কিনে কোনোরকমে চলছি। ৩ দিন ধরে ওয়াসার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। কিন্তু তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। অথচ টাকা দিয়ে পানি কিনতে চাইলেই পানির গাড়ি বাসায় পৌঁছে যাচ্ছে।

- Advertisement -islamibank

আমারদের স্থানীয় কাউন্সিলর ওয়াসার সঙ্গে যোগাযোগ করেছেন। আজকেই ওয়াসা এটি সমাধান করে দেবে বলে জানিয়েছে।

জয়নিউজ/পলাশ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM