ভারতে শেষধাপে ভোট চলছে

0

ভারতের লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে রোববার (১৯ মে)। এর মাধ্যমে শেষ হবে এবারের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। ২৩ মে ফলাফল ঘোষণার পর জানা যাবে, দিল্লির মসনদে কে বসছেন।

এই ধাপে ভোট দেবেন ৮ রাজ্যের ৫৯টি আসনের ভোটাররা। এসব নির্বাচনি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ১১ এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট। এরইমধ্যে শেষ হয়েছে ৬ ধাপে ৪৮৪ আসনের ৮৯ শতাংশ ভোটগ্রহণ। শেষ ধাপে বাকি আছে ৫৯ আসনের ভোট। এর মাধ্যমে শেষ হবে লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোটগ্রহণ।

শুক্রবার (১৭ মে) রাতে শেষ হয়েছে শেষধাপের প্রচার-প্রচারণা। প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, ভারতের জনগণ তাঁকে ও তাঁর দল বিজেপিকে সমর্থন করছে। বিজেপি আবারও ক্ষমতায় আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে নির্বাচনি প্রচারণায় কংগ্রেস প্রধান রাহুল গান্ধী সমালোচনা করেন মোদির।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM