মাদকের বিরুদ্ধে সবাইকে শপথ নিতে হবে: মেয়র নাছির

পবিত্র মাহে রমজানে মাদকের বিরুদ্ধে সবাইকে শপথ গ্রহণ করে জিরো টলারেন্সের নীতিতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার অনুরোধ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

শনিবার (১৮ মে) বাংলাদেশের আপামর জনগণের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় মাহে রমযানের পবিত্রতা রক্ষায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিলে মেয়র এ কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যা উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে । তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে মাদকের বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী।

- Advertisement -islamibank

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, কোষাধ্যক্ষ সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ও মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন। এছাড়া ইফতার মাহফিলে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জয়নিউজ/রিফাত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM