৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

0

৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ারা বোয়ালিয়ার মাওলানা তোরাব আলী সাহেবের বাড়ির মৃত দিরাজ উল্লাহর ছেলে মো. আবু তাহের (৫২), একই উপজেলার জাগিরপাড়ার সৈয়দ নূরের ছেলে মো. সাহাদাত হোসেন সাদ্দু (৩৫) ও রাঙ্গুনিয়া কোদালার বাজন ফকির বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. মোসলেম উদ্দিন (৩৪)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের নির্দেশনায় শুক্রবার (১৭ মে) বিকাল ৫.৫০টায় গোপন সংবাদের ভিত্তিতে আলকরন এএন ড্রাগ হাউজের সামনে থেকে ইয়াবাসহ এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, কক্সবাজার টেকনাফ থেকে কম মূল্যে ইয়াবা সংগ্রহ করে তারা নগরের বিভিন্নস্থানে উচ্চমূল্যে বিক্রি করত।

এ ব্যাপারে সদরঘাট থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM