মরুর দেশে মুক্তি পেল ‘গোল্ড’

0

সৌদি আরবে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ৩১ আগস্ট থেকে ‘গোল্ড’-এর প্রদর্শন শুরু হয়েছে। অক্ষয় কুমার ‘গোল্ড’ নিয়ে নতুন সংবাদ দিলেন তার টুইটার একাউন্টে।

তিনি টুইটে জানান, সৌদি আরবে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে শুক্রবার থেকেই ‘গোল্ড’-এর প্রদর্শন শুরু হয়েছে। ভারতের ক্রীড়াঙ্গনের ইতিহাসে অলিম্পিকে প্রথম সোনা জয়ের ঘটনা থেকে নির্মিত ছবি ‘গোল্ড’ স্থানীয় বাজারে একশো কোটি রুপি ঘরে তোলার পর এবার সৌদি আরবে গেল।

অক্ষয় কুমার হাউসফুল ২, হাউসফুল ৩, এয়ারলিফট, রুস্তম, জলি এলএলবি ২, হলিডে, টয়লেট: এক প্রেমকথা ও রাউডি রাঠোর এরপর ‘গোল্ড’ দিয়ে আবারও এই সাফল্য পেলেন।

‘গোল্ড’ পরিচালনা করেছেন রিমা কাগতি এবং এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন ফারহান আক্তার ও রিতেশ সিদ্ধানি। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মৌনী রয়, কুনাল কাপুর, অমিত সাধ, ভিনিত কুমার সিং এবং সানি কৌশল।

অক্ষয়কে নিয়ে ৪০০ কোটি রুপিতে নির্মিত রজনীকান্তের ‘২.০’ ছবিটি আসছে নভেম্বরে

জয়নিউজ/এডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM