সংবাদের মাধ্যমে সমাজের তৃতীয় নয়ন খুলে দিন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংবাদ পরিবেশন নয়, সংবাদ তৈরি করতে হবে। এমন সংবাদ করতে হবে যাতে সমাজের তৃতীয় নয়ন খুলে যায়।

- Advertisement -

শনিবার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ‘সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

মন্ত্রী বলেন, স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের সামাজিক ও পারিবারিক বন্ধন উন্নত রাষ্ট্রের চেয়ে অনেকবেশি এগিয়ে। এ বন্ধন যাতে অটুট থাকে সে লক্ষ্যে কাজ করতে হবে। শুধুমাত্র বস্তুগত উন্নয়ন নয়, রাষ্ট্রের সার্বিক উন্নয়ন করতে হবে।

তিনি আরো বলেন, সমাজে টেলিভিশনের গুরুত্ব বেশি এবং অনলাইন বর্তমান সময়ের বাস্তবতা।

- Advertisement -islamibank

অনলাইন মিডিয়াগুলিকে নীতিমালায় আনা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেকেই সাংবাদিক কার্ড দিয়ে এই পেশার অমর্যাদা করছে। এদের শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এজন্য প্রেসক্লাব,  সাংবাদিক ইউনিয়নকে সজাগ থাকতে হবে। প্রেস কাউন্সিল যাতে আরো কার্যকর হয়, সেলক্ষ্যে আমরা কাজ করছি।

সংবাদের মাধ্যমে সমাজের তৃতীয় নয়ন খুলে দিন: তথ্যমন্ত্রী
কর্মশালা শেষে ‍সংবাদিকদের হাতে সনদ তুলে দিচ্ছেন তথ্যমন্ত্রী।

কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। কর্মশালা শেষে সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম,  চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন।

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM