বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

0

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ মে)রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

এছাড়া দলের কোচ ও অন্যান্য স্টাফদের শুভেচ্ছা জানান তিনি।

এর আগে ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় টাইগাররা। সেইসঙ্গে প্রথমবারের মতো ফাইনালে জেতার গৌরবও অর্জন করেছে বাংলাদেশ দল।

প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় বলেন, এই জয় বর্তমান সরকারের ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা এবং সমর্থন দেওয়ার ফল। বাংলাদেশ দল এমন ধারাবাহিক পারফরমেন্স বিশ্বকাপেও দেখাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM