মানবপাচার চক্রের ১ জন গ্রেপ্তার: উদ্ধার ৩

0

মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ

বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথা এক্সপ্রেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩ জনকে উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার মানবপাচারকারী চক্রের সদস্য হলেন কুতুব ট্র্যাভেল এন্ড ট্রাস্টের সদস্য আবুল হোসেন (২২)। আবুল হোসেন সাতকানিয়া থানার মৃত শামসুল আলমের ছেলে।

উদ্ধারকৃতরা হলেন কক্সবাজার জেলার নূর আহম্মদের ছেলে এনামুল্লা (২৬), টেকনাফ কতুপালং এলাকার মৃত মো. রফিকের স্ত্রী সুরাইয়া বেগম (৩৫) ও একই এলাকার মো. হোসেনের স্ত্রী সামিরা আক্তার(১৫)।

জিআরপি থানার অফিসার সন্তোষ মল্লিক জয়নিউজকে বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে চট্টগ্রাম-ঢাকাগামী তুর্ণা নিশীথা এক্সপ্রেস থেকে পাচারকারী আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা তিনজনকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন আবুল হোসেন।

জয়নিউজ/হিমেল/আরসি

2 Attachments

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM