খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

0

খাগড়াছড়ি সদর উপজেলার বড়পাড়া এলাকায় ধনিতা ত্রিপুরা (১৭) নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত ধনিতা ত্রিপুরা বড়পাড়া এলাকার নল মোহন ত্রিপুরার মেয়ে।

মঙ্গলবার (১৪ মে) বিকেল ৩টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে বলে জানা যায়।

সূত্র জানায়, তিন যুবক সোমবার (১৩ মে) ধনিতা ত্রিপুরা বাড়িতে ছিল। এসময় মেয়ের বাবা-মা কেউ বাড়িতে ছিল না। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ধনিতার কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিরা ঘরের দরজা খুলে। বিছানার উপর ধনিতার লাশ দেখতে পায়। এ ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলো ভাইবোন ছড়া ইউনিয়নের ভিজাচন্দ্র কার্বারী পাড়ার কম্বল ত্রিপুরা, রুমে ত্রিপুরা ও কিরণ ত্রিপুরা।

খাগড়াছড়ি থানার অফিসার্স ইনচার্জ শাহাদাত হোসেন টিটো জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জয়নিউজ/সবুজ/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM