লক্ষ্মীপুরে মাসব্যাপী ‘আলোর ফেরিওয়ালা’ সেবার উদ্বোধন

‘পবিত্র রমজান মাস পল্লীবিদ্যুতের সেবার মাস’- এ শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে মাসব্যাপী ‘আলোর ফেরিওয়ালা’ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১৩ মে) দুপুরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

- Advertisement -google news follower

পরে বিদ্যুত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গঠিত ১০০টি ফেরিওয়ালা টিম সমিতি প্রাঙ্গণ থেকে ভ্যান, অটোরিক্সার শোভাযাত্রা নিয়ে জেলার বিভিন্নস্থানে সেবা দিতে বের হন।

উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন বণিক, পল্লী বিদ্যুত বোর্ডের নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সেন, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতি বোর্ডের সভাপতি মো. মনিরুল ইসলাম।

- Advertisement -islamibank

জানা গেছে, এ কার্যক্রমের আওতায় দ্রুততার সঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান ও বিদ্যুত সংশ্লিষ্ট যেকোনো অভিযোগ সমাধান করা হচ্ছে। জেলার ৫টি উপজেলায় একযোগে এই কার্যক্রম চলছে। পুরো রমজান মাস জুড়ে চলবে এ সেবা কার্যক্রম।

জয়নিউজ/আতোয়ার/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM