রাইফা হত্যা তদন্তে বিএমডিসি টিম চট্টগ্রামে

0

স্টাফ রিপোর্টার : ভুল চিকিৎসা ও অবহেলায় বেসরকারি ম্যাক্স হাসপাতাল আড়াই বছরের শিশু রাইফা খানের মৃত্যুর ঘটনা তদন্ত করছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চার সদস্যের তদন্ত টিম।

মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে তদন্ত টিমের চার সদস্য কাজ শুরু করেন।

তারা ম্যাক্স হাসপাতালে চেয়ারম্যান ডা. শিব শংকর সাহা, মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদগুপ্ত, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্রদেব ও রাইফার চিকিৎসাকালীন কর্তব্যরত নার্স, ওয়ার্ডবয় ও আয়ার সঙ্গে কথা বলেছেন।

তদন্ত টিমের সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে শিশু রাইফা খানের হাসপাতালে ভর্তি থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় রেকর্ড খতিয়ে দেখেন।

তবে তদন্তের স্বার্থে কমিটির কোন সদস্য মুখ খুলতে রাজি হয়নি।

পরে সাংবাদিক রুবেল খানের বাসায়ও যাওয়ার কথা রয়েছে বিএমডিসি টিমের।

জয়নিউজবিডি/ কেকে/ বিপি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM