বিশ্বের তারকা ক্রিকেটাররা খেলবে বাংলাদেশে

0

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিশ্বের তারকা ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করবে বিসিবি

২০২০ সালের ১৯ ও ২০ মার্চ ঢাকায় টি-টোয়েন্টির ফরম্যাটে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ মে) রাতে সংবাদমাধ্যমের কাছে এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, বিশ্বের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে ২০২০ সালের ১৯ ও ২০ মার্চ অনুষ্ঠিত হবে দুটি প্রীতি
ম্যাচ। তবে ম্যাচ দুটির ফরম্যাট কি সেটা তিনি উল্লেখ করেননি।

পাপন উল্লেখ না করলেও নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেটের একটি সূত্র জানায়, ‘বঙ্গবন্ধুর জন্ম
শতবার্ষিকীতে আমরা দুটি টি-টোয়েন্টি ম্যাচ করতে চাচ্ছি। সেটি বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে।
আমাদের পক্ষ থেকে এমনই প্রস্তাব গিয়েছে।‘

জয়নিউজ/পার্থ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM