ফের পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

আরেক দফা পেছাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। ১৭ মে‘র পরিবর্তে ২৪ মে
থেকে লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের
পরীক্ষা থাকায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

- Advertisement -

সারাদেশে ১২ হাজার আসনের বিপরীতে এবার প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৪ লাখের বেশি
চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন।

- Advertisement -google news follower

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির জানান, ‘সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৭ মে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু জাতীয়
বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া একটি পরীক্ষা ১৭ মে আয়োজন করার সিদ্ধান্ত হওয়ায় নিয়োগ পরীক্ষা
আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এতে কোনো সমস্যা হবে না।’

এবার চারটি ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। প্রধম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে,
তৃতীয় ধাপে ৭ জুন এবং শেষ ধাপে ১৪ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জয়নিউজ/পার্থ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM