ইয়াঙ্গুনে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

- Advertisement -

উড়োজাহাজটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।

- Advertisement -google news follower

বুধবার (৮ মে) সন্ধ্যায় ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ার পর পাইলট শামীমসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাকা থেকে যাওয়া ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। বেলা ৩টা ৪৫ মিনিটে যাত্রা করা উড়োজাহাজটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

- Advertisement -islamibank

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, কয়েকজন যাত্রী সামান্য ব্যথা পেয়েছেন। তবে যাত্রীরা অক্ষত আছেন। পাইলট ও যাত্রীদের চিকিৎসার জন্য ঢাকা থেকে চিকিৎসক পাঠানো হচ্ছে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM