গণমাধ্যমের সামনে নতুন রাজপুত্র

0

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও মেগান মের্কেলের কোলজুড়ে এসেছে ফুটফুটে রাজপুত্র।

বুধবার (৮ মে) গণমাধ্যমের সামনে নিজেদের প্রথম সন্তানকে নিয়ে তারা হাজির হন উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হলে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এ সময় রাজপুত্র সাদা কাপড়ে মোড়া অবস্থায় মেগানের কোলে ছিল। একপর্যায়ে বাবা প্রিন্স হ্যারি তাকে কোলে তুলে নেন। এক বছর আগে এই হলেই মেগান ও হ্যারির বিবাহোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছিল।

মেগান গণমাধ্যমকে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এটা স্বর্গীয়, এটা বিস্ময়কর! এখন আমার আছে পৃথিবীর শ্রেষ্ঠ দু’জন মানুষ, আমি সত্যি অনেক সুখী। শিশুর স্বাস্থ্য সম্পর্কে মেগান বলেন, মিষ্টি স্বভাবের রাজপুত্র বেশ ভালোই ঘুম দিচ্ছে।

তিনি আরও বলেন, সে আমার কাছে স্বপ্ন ছিল, তাই এই দিনগুলো আমার জন্য বিশেষ। তবে ব্রিটিশ এই রাজপুত্রের নাম এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

জয়নিউজ/বিশু

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM