হাটহাজারীতে জুয়ার আসর ভেঙে দিল পুলিশ

0

হাটহাজারীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইটের উত্তরে মামুন সেন্টার এলাকায় গড়ে ওঠা একটি জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার ( ৭ মে) বিকেলে পুলিশ এ অভিযান চালায়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জয়নিউজকে বলেন, সপ্তাহ ধরে জুয়াড়িরা মামুন সেন্টার এলাকায় সামিয়ানা টাঙিয়ে নিচে জুয়ার আসর তৈরি করেছিল।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই জুয়ার আসরে অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়াড়িদের রেখে যাওয়া ৩টি

মোটরসাইকেল ও ২টি সিএনজি চালিত অটোরিকশা, জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে। পরে আসরটি ভেঙে দেওয়া হয়।

অভিযানে থানার এসআই আনিস, এসআই নিমাই চন্দ্র পাল ও এএসআই এনায়েত উপস্থিত ছিলেন।

জয়নিউজ/তালেব/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM