মহেশখালীতে ধর্ষক ভণ্ড বৈদ্য গ্রেপ্তার

0

কক্সবাজারের মহেশখালীতে প্রতিবন্ধী নারীকে চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগে ধর্ষক ভণ্ড বৈদ্য আরিফ শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার খোন্দকারপাড়া গ্রামে।

ধর্ষিতার মা জানান, তার প্রতিবন্ধী মেয়েকে ঝাড়ফুঁক করার জন্য সোমবার (৬ মে) বাড়িতে আসে একই গ্রামের মৃত বোচা মিয়ার ছেলে আরিফ বৈদ্য। চিকিৎসা করার নামে বৈদ্য আরিফ তার মেয়েকে ধর্ষণ করে। মেয়ের কান্না শুনে তিনি এসে দেখতে পান বৈদ্য বাড়ি থেকে পালিয়ে গেছে।

পরে মেয়ের কাছে সব ঘটনা শোনার পর রাতেই মহেশখালী থানায় মামলা দায়ের করেন তিনি।

মহেশখালী থানার এসআই ইমাম হোসেন ধর্ষক আরিফকে মঙ্গলবার (৭ মে) গ্রেপ্তার করেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ভণ্ড বৈদ্য আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে।

জয়নিউজ/সাহাবউদ্দিন/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM