চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ভর্তুকিতে পণ্য বিক্রি

মাহে রমজান উপলক্ষে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার (৭ মে) সকালে আগ্রাবাদে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মো. মাহবুবুল আলম।

- Advertisement -

এ সময় চেম্বার সভাপতি বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। রমজান মাসে সাধারণ ভোক্তাদের জন্য প্রতিবছরের ন্যায় এবারও কমদামে ভোগ্যপণ্য বিক্রির ব্যবস্থা করেছে চেম্বার। ভোক্তারা যাতে কমদামে বিভিন্ন ভোগ্যপণ্য ক্রয় করতে পারে, সেজন্য চেম্বার ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করছে।

- Advertisement -google news follower

চেম্বারের মতো অন্যান্য শিল্পপতি ও আমদানিকারকদেরও এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম আলমগীর, ছৈয়দ ছগির আহমেদ চৌধুরী, অঞ্জন শেখর দাশ, হাসনাত মো. আবু ওবাইয়া প্রমুখ।

- Advertisement -islamibank

আগ্রাবাদে পুরাতন চেম্বার কার্যালয়ের সামনে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

চেম্বার সূত্র জানায়, আতপ আর সিদ্ধ-দুই ধরনের চালই প্রতি কেজি ২০ টাকা এবং চিনি প্রতি কেজি ৪০ টাকা করে বিক্রি করা হবে। একজন ক্রেতা লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২ কেজি চিনি কিনতে পারবেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM