সাংবাদিক স্টিকার : সীতাকুণ্ডে ১৩৩০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

0

সীতাকুণ্ড এলাকার বড়দারোগারহাট এলাকা থেকে ১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ মে) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেপ্তারকৃতরা হলেন মো. নাজিব, মোসলে উদ্দিন বকুল, মো. সাঈদ ও মুরাদুল ইসলাম।

সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ দেলওয়ার হোসেন জয়নিউজকে বলেন, ‘বেসরকারী টেলিভিশন জিটিভির স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারে ঢাকায় ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাইভেটকারটি জব্দ করা হয়’।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

জয়নিউজ/পলাশ/ আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM