উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

0

লন্ডন থেকে মোবাইল ফোনে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার (৬ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর এবং ফল প্রকাশ অনুষ্ঠানে ফোন দিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

এর আগে প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা বাণী পড়ে শোনান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ।

প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, যারা পাশ করতে পারনি, তাদের মন খারাপ করার কিছু নেই। আরও ভালোভাবে পড়ালেখা করে আগামীতে পাশ করতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকেও ধন্যবাদ জানান।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM