বোয়ালখালীতে মদ তৈরির সরঞ্জামসহ আটক ১

0

বোয়ালখালীর খরণদ্বীপে দেশিয় মদ তৈরির কারখানা থেকে অশ্বিনী কুমার নাথ (৬৫) নামে একজনকে আটক করা হয়েছে। এসময় মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

রোববার (৫ মে) ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। অশ্বিনী উপজেলার খরণদ্বীপের মৃত যোগেশ কুমার নাথের ছেলে।

OLYMPUS DIGITAL CAMERA

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমিন জয়নিউজকে বলেন, হাঁড়ি-পাতিলের উপর সনাতন পদ্ধতিতে বাঁশের নল দিয়ে চুলায় দিয়ে দেশিয় মদ তৈরি করে আসছেন অশ্বিনী কুমার নাথ।

তিনি আরো বলেন, আটকের পর অশ্বিনী জানিয়েছেন, রাঙামাটির জেলার বাঘাইছড়ি থেকে সে এ কৌশল রপ্ত করেছে। তাকে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক জানান, অশ্বিনী কুমার নাথ আদালতে নিজের অপরাধ স্বীকার করায় দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া পশ্চিম গোমদণ্ডী মোবারক আলীর ছেলে সাজ্জাদ হোসেন সাইফুকে এলাকায় চুরি ও উপদ্রব করার অভিযোগে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জয়নিউজ/শাহীনুর/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM