‘সেহেরী নাইট’ করতে লাগবে পুলিশের অনুমতি!

0

রমজানে ইফতারের পাশাপাশি এখন ‘সেহরী নাইট’ (সেহরী খাওয়ানোর অনুষ্ঠান) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আসছে রমজানে এই ‘সেহেরী নাইট’ আয়োজন করতে লাগবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অনুমতি।

রোববার (৫ মে) সিএমপি’র এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে নগরের কোথাও কোথাও ‘সেহরী নাইট’ এর আয়োজন করা হয়ে থাকে। আসন্ন মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি ‘সেহরী নাইট’ আয়োজন করতে চান তাহলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘সিটি স্পেশাল’ ব্রাঞ্চ থেকে পূর্বানুমতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

জয়নিউজ/পার্থ/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM