কেজরিওয়ালকে চড়! (ভিডিও)

0

নানা কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন ভারতের দিল্লীর মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল

এবার আলোচিত এই রাজনীতিক খবরের শিরোনাম হলেন জনসম্মুখে চড় খেয়ে!

শনিবার ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে দিল্লির মতি নগর এলাকায় রোড শোতে অংশ নেওয়া কেজরিওয়ালকে এক ব্যক্তি চড় মারেন বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

সোশ্যাল মিডিয়ায় এখন এই ঘটনার একটি ভিডিও ঘুরছে। ভিডিওতে দেখা যায়, অন্য নেতাদের সঙ্গে হুড খোলা একটি জিপে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়ছেন কেজরিওয়াল, এ সময় মেরুণ রঙের শার্ট পরা এক ব্যক্তি লাফিয়ে ওই গাড়িতে উঠে তার গালে চড় মারেন।

চড় দিয়ে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মারধর করেন আম আদমি পার্টির নেতাকর্মীরা।

এদিকে রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপিকে এই হামলার জন্য দায়ী করেছে আম আদমি পার্টি। তারা এ ঘটনাকে কেজরিওয়ালের নিরাপত্তায় ‘গাফিলতির আরেকটি প্রমাণ’হিসেবে বর্ণনা করেছে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM