তুলে নেওয়া হয়েছে বিপদ সংকেত

0

ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় সমুদ্র বন্দরগুলোকে বিপদ সংকেত নামিয়ে নিতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ঝড়ের আগে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসা লোকজন শনিবার (৪ মে) বিকাল থেকে ঘরে ফিরতে পারবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অতিপ্রবল ঘুর্ণিঝড় ফণী শনিবার সকালে দুর্বল হয়ে বাংলাদেশে ঢোকে। দুপুরে এটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চলে অবস্থান করছিল। এটি বৃষ্টি ঝরিয়ে আরও দুর্বল হয়ে পড়বে।

মংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে বিপদ সংকেত নামিয়ে শনিবার দুপুর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে ঝড়ের কারণে বায়ুচাপের তারতম্য এবং অমাবশ্যা সমাগত বলে উপকূলীয় জেলাগুলোতে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM