লণ্ডভণ্ড ওডিশা বিমানবন্দর

প্রবল ঘূর্ণিঝড় ফণী তাণ্ডব চালিয়েছে ভারতের ওডিশা। শুক্রবার (৩ মে) সকালে তীব্র শক্তি নিয়ে ওডিশায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।

- Advertisement -

ঘণ্টায় ২০০ কি.মি. বেগে ফণীর আঘাতে প্রায় তছনছ হয়ে গেছে রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের নামের হোর্ডিং জায়গায় জায়গায় ভেঙে গেছে। ঝড়ের দাপটে বিমানবন্দরের ছাদ ও ভেতরে একাধিক জায়গা ভেঙে গেছে।

- Advertisement -google news follower

বিমানবন্দরে ঢোকার রাস্তায় একাধিক কাঠামো ভেঙে পড়েছে। সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। বিমানবন্দরে যাত্রী টার্মিনালের গেটের সামনে বিভিন্ন স্থানে গাছ পড়ে রাস্তা আটকে গেছে।

রাজ্য সরকার জানিয়েছে, ফণীর ধাক্কায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বিমানবন্দরের যন্ত্রপাতির। শুক্রবার ভুবনেশ্বর থেকে ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। শনিবার (৪ মে) দুপুর ১টা থেকে বিমান পরিষেবা পুনরায় চালু হতে পারে বলে জানানো হয়েছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/পলাশ/আরসি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM