বঙ্গমাতা গোল্ডকাপ: যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-লাওস

0

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপে বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি ঘূর্ণিঝড় ফণীর প্রভাবের কারণে মাঠে গড়াতে পারেনি। শুক্রবার সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।

যে কারণে শেষ পর্যন্ত আয়োজকরা ফাইনালে ওঠা দুই দল বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে।

এর আগে গ্রুপের পর্যায়ের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারানোর পর সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।

অন্যদিকে গ্রুপ পর্বে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারানোর পর তাজিকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাওস। এরপর সেমিফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল দলটি।

জযনিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM