ফণীর তীব্রতা কমবে রাতে

0

উড়িষ্যা উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় ফণীর তীব্রতা কমে এসেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতের মধ্যে ঘূর্ণিঝড়ের তীব্রতা আরও কমবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফণী তার ব্যাপ্তি নিয়ে ভারত উপকূলে ১৭ কিলোমিটার বেগে এগোচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত।

শনিবার (৪ মে) সকাল নাগাদ ফণীর পশ্চিমবঙ্গ উপকূলে ও বিকেলে তীব্রতা আরও কমে বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানার কথা রয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ফণী শুক্রবার মধ্যরাত নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে মোংলা ও পায়রা সমুদ্রবন্দকে ৭ নম্বর বিপদ সংকেত, চট্টগ্রামকে ৬ নম্বর বিপদ সংকেত ও কক্সবাজারকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM