ফুলে সাজছে বেইজিং

0

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলন ’১৮ উপলক্ষে ২৫টি বিশেষ ফুলেল এলাকায় সজ্জিত হচ্ছে বেইজিং। শহরের বিমানবন্দর, দ্রুতগতির রাস্তা ও তিয়ান আনমেন চত্বরসহ বিভিন্ন এলাকা ১ কোটিরও বেশি সুন্দর ফুল দিয়ে সাজছে। চমৎকার ফুলের আচ্ছাদনে আন্তরিক পরিবেশে সম্মেলন অনুষ্ঠানে এ উদ্যোগ। বিভিন্ন ফুলের এ ডিজাইন অক্টোবর মাসে চীনের জাতীয় দিবস পর্যন্ত থাকবে।

আরও পড়ুন
লোড হচ্ছে...
×