ফণী: চট্টগ্রাম বন্দরে পণ্য উঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় ফণী’র কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জেটি থেকে জাহাজগুলোকে বহির্নোঙরে সরিয়ে নিয়েছে। এছাড়া বন্দরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২ মে) বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -google news follower

এদিকে পণ্যবোঝাই কনটেনার ও বন্দরের ইক্যুপমেন্ট যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ‘অ্যালার্ট-৩’ জারি করেছে।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে ৬নং বিপদ সংকেত

- Advertisement -islamibank

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় ইতোমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। পণ্য উঠানামা বন্ধ রাখার পাশাপাশি সব জাহাজকে বর্হিনোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য যেসব প্রস্তুতি সেগুলোও গ্রহণ করা হয়েছে।

জানা যায়, শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী শুক্রবার (৩ মে) সন্ধ্যা অথবা শনিবার (৪ মে) সকালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা উপকূলে আঘাত হানতে পারে।

জয়নিউজ/পলাশ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM