লক্ষ্মীপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

0

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। তার নাম দুখু মিয়া। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ চালক। বৃহস্পতিবার (২ মে) ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন চালক নূর হোসেন ও ইব্রাহিম। নিহত দুখু মিয়া রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে লক্ষ্মীপুর বাস ট্রার্মিনাল থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক উত্তর তেমুহনী এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক দুখু মিয়া।

আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নূর হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  লোকমান হোসেন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

জয়নিউজ/আতোয়ার/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM