ফখরুল শপথ না নেওয়া অপকৌশল: হানিফ

0

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুল শপথ না নেওয়ায় বিএনপির কোনও কল্যাণ হবে না। এটা কৌশল নয়, অপকৌশল মাত্র। দলটির অন্য নির্বাচিতরা শপথ নেওয়ায় তাদের অভিনন্দন জানান তিনি।

বুধবার (১ মে) মহান মে দিবসে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক লীগের র‌্যালিতে তিনি এ মন্তব্য করেন।

মহান মে দিবস প্রসঙ্গে হানিফ বলেন, বর্তমান সরকার দেশের অন্যান্য খাতে যে বিপুল উন্নয়ন করেছে, সেই ধারাবাহিকতায় শ্রমিকদের কল্যাণ করেছে। দুই দফা শ্রমিকদের বেতন বাড়িয়েছে। তাদের চাকরির নিশ্চয়তার জন্য নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক করেছে। শ্রমিকদের জীবনমান উন্নত করার উদ্যোগ গ্রহণ করেছে। শ্রমিকদের অধিকার আদায়ে আওয়ামী লীগ সরকার সবসময় তাদের পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

জয়নিউজ/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM