‘মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদে সরকার জিরো টলারেন্স’

0

মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদে সরকার জিরো টলারেন্সে আছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কাপ্তাই কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জুনায়েত কাউসার একথা বলেন।

তিনি আরো বলেন, সমাজে আজ মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ ভয়াবহ রূপধারণ করেছে। মাদকের ছোবলে তরুণ সমাজ আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইভটিজিংয়ের কারণে অনেক কিশোরী নির্যাতিতসহ মৃত্যুমুখে পতিত হচ্ছে। আর ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে এক শ্রেণির
শিক্ষিত যুবকদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।

এতে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. নুর, ওসি (তদন্ত) নুরুল আলম, ও আওয়ামীলীগ নেতা আবুল বশর।

জয়নিউজ/নজরুল/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM