মহান মে দিবস আজ

0

মহান মে দিবস আজ। এবারের মে দিবস পালিত হচ্ছে ‘শ্রমিক মালিক ঐক্যগড়ি, উন্নয়নের শপথ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ১৮৮৬ সালের এই দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করেছিলেন। অনেকে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের সেই আত্মত্যাগকে স্মরণ করে সারা বিশ্বে ১ মে ‘মে দিবস’ হিসেবে পালন করা হয়।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মে দিবস উপলক্ষে জাতীয় ছুটির এই দিনে জাতীয় পত্রিকাসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করছে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM