বন্দর থানা এলাকায় সিএমপির সিসিটিভি উদ্বোধন

0

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর উদ্যোগে বন্দর থানা এলাকায় সিসিটিভি নেটওয়ার্ক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের শহীদ মুন্সী ফজলুর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, উপ-কমিশনার (ট্রাফিক) হারুনুর রশীদ হাজারী, কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী স্বপন ও ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।

এসময় সিএমপি কমিশনার মাহবুবর রহমান বলেন, পুরো চট্টগ্রাম শহরকে সিসিটিভির আওতায় আনার জন্য সিএমপি কাজ করে যাচ্ছে। নগরবাসী ও সকলের সহযোগিতায় এটা বাস্তবায়ন করবে সিএমপি। এটি বাস্তবায়িত হলে নগরে অপরাধ অনেক কমে যাবে এবং অপরাধী সনাক্তে সুবিধা হবে।

জয়নিউজ/রুবেল/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM