চন্দনাইশে টিনচাপায় ক্রেতা নিহত

0

চন্দনাইশে একটি টিন-সিমেন্টের দোকানের টিন চাপা পড়ে সাইফুল (৪০) নামে এক ক্রেতা নিহত হয়েছেন।

সাইফুল পৌরসভার খানবাড়ির মুন্সী মিয়ার ছেলে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় দোহাজারী সদরের শপিং সেন্টারে এ ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী জয়নিউজকে জানান, দোহাজারী সদরে একটি টিন-সিমেন্টের দোকানে টিন চাপা পড়ে সাইফুল নামে এক ক্রেতা আহত হয়েছে। চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

জয়নিউজ/ফয়সাল/বিশু

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM