ফের হুমকি: ক্রাইস্টচার্চ ঘিরে রেখেছে পুলিশ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বোমা হামলার হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

- Advertisement -

গত মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে ৫০ মুসল্লির প্রাণহানির ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই মঙ্গলবার (৩০ এপ্রিল) বোমা হামলার হুমকির পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টাচার্চ শহরের ফিলিপস টাউন এলাকার একটি সড়ক ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হুমকির পর ঘটনাস্থল ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।

- Advertisement -islamibank

নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, ক্রাইস্টচার্চে একটি এক্সপ্লোসিভ ডিভাইসের হুমকি দেখা দেওয়ায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM