পবিত্র পানি পান করে…

0

আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশ জাম্বিয়ার একটি গির্জার যাজকের দেওয়া পবিত্র পানি পান করে প্রাণ গেছে অন্তত ২৭ জনের। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো কমপক্ষে ১৮ জন।

রোববার (২৮ এপ্রিল) অশুভ শক্তিকে পরাস্ত করার জন্য জাম্বিয়ার একটি গ্রামের প্রায় অর্ধশত মানুষ গির্জার যাজকের দ্বারস্থ হয়। এ সময় গির্জার যাজক স্থানীয় বাসিন্দাদের পবিত্র পানি দেন।

অনেকে সেই পানি গীর্জায় পান করে, আবার অনেকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু ওই পবিত্র পানি পান করার পর অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন। প্রথমে প্রাথমিক চিকিৎসা নিলেও তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জনের মৃত্যু ঘটে।

এছাড়া স্থানীয় বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে ১৮ জন।

গ্রামের বাসিন্দারা জানায়, যাজক তাদের বলেছিলেন যে এই পবিত্র পানি পান করলে তারা সব ধরনের অশুভ শক্তি থেকে দূরে থাকবে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM