অক্ষয়কে ভালোবাসতেন কাজল!

0

১৯৯৫ সালে গুন্ডারাজ সিনেমায় কাজ করার সময় কাজলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অজয় দেবগনের।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংবাদমাধ্যম তখন এ বিয়েকে নিয়ে অনেক সমলোচনার জন্ম দেয়। কিন্তু বর্তমানে বলিউডের শ্রেষ্ঠ দম্পতির মধ্যে তারা অন্যতম।

কিন্তু অজয় আসার আগে নাকি অক্ষয়ের প্রতি ভালোবাসা ছিল কাজলের। অক্ষয় রীতিমতো ক্র্যাশ ছিলেন কাজলের। এতদিন পরে সে কথা প্রকাশ্যে আনলেন কাজলের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর।

সম্প্রতি কপিল শর্মার শো’তে অতিথি হিসেবে গিয়েছিলেন কাজল ও করণ। সেখানে করণ বলেন, ‘হেনার প্রিমিয়ার পার্টিতে সারাক্ষণ অক্ষয়কে খুঁজছিলেন কাজল। অক্ষয় সে সময় ওর ভালোবাসা ছিলেন। অক্ষয়ের মাধ্যমেই ওর সঙ্গে আমার আলাপ। কিন্তু সেই পার্টিতে অক্ষয়কে খুঁজে পাননি কাজল।’

যদিও অক্ষয় বিষয়ে মুখ খোলেননি কাজল। শোতে করণের কথা শুনে শুধু হেসেছেন।

জয়নিউজ/পলাশ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM