কৌতুক অভিনেতা আনিস আর নেই

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিস রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। রোববার (২৮ এপ্রিল) রাত ১১টায় রাজধানীর টিকাটুলীর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

- Advertisement -

প্রয়াত অভিনেতার জামাতা মো. আলাউদ্দিন শিমুল গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, উনি একেবারে সুস্থ ছিলেন। রাতে নামাজ পড়ে খাবার পর ঘুমাতে যান। ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক হয়।

- Advertisement -google news follower

সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় টিকাটুলী জামে মসজিদে অভিনেতা আনিসের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে ফেনীর ছাগলনাইয়ার বল্লবপুর গ্রামে তাঁকে দাফন করা হবে।

আনিসের অভিনয় শুরু হয়েছিল ১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবির মাধ্যমে। অসংখ্য ছবিতে সফলতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ ছবিতে হাজির হয়েছেন কমেডিয়ান হিসেবে। কিছু ছবিতে আবার তাঁকে খল চরিত্রেও দেখা গেছে।

- Advertisement -islamibank

বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM